Header Ads

Header ADS

SSC English just one Paragraph wil be come in the exam | SSC English suggestion 2024

 SSC English just one Paragraph wil be come in the exam | SSC English suggestion 2024  

এবার ২০২৪ সালের ssc পরীক্ষায় শুধুমাত্র  একটি বিষয় বা পরিস্থিতির উপর নির্ভর করে ইংরেজি প্যারাগ্রাফ লিখার নির্দেশ দিয়েছেন শিক্ষা বোর্ডগুলো।  প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা আপনারা এই বিষয়ে অনেকে জানেন এবং অনেকে নাও জানতে পারেন।  মূলত আপনাদের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় একটি বিষয়কে কেন্দ্র করে প্যারাগ্রাফ দেওয়া হবে। 

আর ওই বিষয়টা মূলত কি আপমাদেরকে জানতে হবে এবং ওই বিষয়টার উপর বেশি চর্চা করতে হবে।


 আসলে আপনারা প্যারাগ্রাফ পড়ার সময় অনেকগুলো প্যারাগ্রাফ দেখবেন যেগুলা বাংলাদেশের খারাপ অবস্থাকে তুলে ধরেছে ওই প্যারাগ্রাফগুলো আপনারা বেশি বেশি চর্চা করতে হবে, কারণ সেখান থেকে বিগত বছরগুলোতে এসেছে এবং আপনাদের ২০২৪ সালে আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। 

তার মধ্যে রয়েছে যেমন,  


1. Load Shedding


2. Traffic Jam


3. Price Hike


4. Eve Teasing


5. Deforestation


6. Food Adulteration


7. Corruption


8. Environment Pollution


9. Water Pollution


10. Air Pollution


11. Global Warming


12. Climate Change


13. Dangers of Smoking


14. Drug Addiction


15. Child Labour


16. Road Accident


17. Gender Discrimination


18. Campus Violence


19. Terrorism


20. Militancy



উপরের ২০টি প্যারাগ্রাফ সবগুলো মুখস্ত করা লাগবে না। নিচে আমি একটি ফরমেট লিখে দিয়েছি।  এখানে আপনারা শুধু টপিক এর স্থানে পরীক্ষায় আসা খারাপ পরিস্থিতির সম্পর্কে প্যারাগ্রাফটি লিখে দিবেন আর নিচের এই ফর্মেটটি অবশ্যই মুখস্থ করে নিবেন। 


[TOPIC] is a great and harmful problem. It is not only a common matter for our own country but also for other countries too. [TOPIC] destroying our social peace and happiness. Day by day it is going out of our control which is very alarming. Keeping this problem we cannot imagine our peace and happy life. Though [TOPIC] is very tough to remove this problem totally from the society but we have to try at any cost. Without removing this acute problem people can't get relief. Everybody wants a good solution for this problem. Beside govt. should come forward to overcome this problem. The law forces agencies should arrest them who are creating this kind of problem. [TOPIC] is possible to remove by creating public awareness. So we should be more active to get a better solution.


বাংলা অনুবাদ :

 [বিষয়] একটি বড় এবং ক্ষতিকারক সমস্যা। আমাদের দেশের জন্যই নয়, অন্যান্য দেশের জন্যও একটি সাধারণ বিষয়। [বিষয়] আমাদের সামাজিক শান্তি ও সুখ নষ্ট করে। দিন দিন এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে যা খুবই উদ্বেগজনক। এই সমস্যা রেখে আমরা আমাদের শান্তি ও সুখী জীবন কল্পনা করতে পারি না। যদিও [টপিক] সমাজ থেকে সম্পূর্ণরূপে এই সমস্যাটি অপসারণ করা খুবই কঠিন কিন্তু আমাদের যেকোনো মূল্যে চেষ্টা করতে হবে। এই তীব্র সমস্যা দূর না করে মানুষ স্বস্তি পেতে পারে না। সবাই এই সমস্যার একটা ভালো সমাধান চায়। সরকারের পাশে। এই সমস্যা কাটিয়ে উঠতে এগিয়ে আসতে হবে। যারা এ ধরনের সমস্যা সৃষ্টি করছে তাদের আইন বাহিনীকে গ্রেফতার করতে হবে। [বিষয়] জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে অপসারণ করা সম্ভব। তাই আরও ভালো সমাধান পেতে আমাদের আরও সক্রিয় হওয়া উচিত।

কোন মন্তব্য নেই

SSC English just one Paragraph wil be come in the exam | SSC English suggestion 2024

  SSC English just one Paragraph wil be come in the exam | SSC English suggestion 2024    এবার ২০২৪ সালের ssc পরীক্ষায় শুধুমাত্র  একটি বিষয...

Blogger দ্বারা পরিচালিত.